English
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
...

করোনায় মৃত্যু: ভারতে ১ হাজার ১৪৭ জন

করোনা ভাইরাস

ঢাকা, ০১ মে ২০২০, শুক্রবারঃ ভারতে মহামারি করোনা ভাইরাসে নতুন করে ৭২ জন সহ আজ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৭ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩ জনে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। 

মন্ত্রণালয় জানায়, " মোট মৃত এক হাজার ১৪৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৪৫৯ জন, গুজরাটে ২১৪ জন, মধ্যপ্রদেশে ১৩৭ জন, দিল্লীতে ৫৯ জন, রাজস্থানে ৫৮ জন, উত্তর প্রদেশে ৩৯ জন, পশ্চিমবঙ্গে ৩৩ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন। আক্রান্তদের মধ্যে ৮ হাজার... ৮৮৮ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, "করোনায় ৪৫ বছরের কমবয়সি মানুষের মৃত্যুর হার ১৪ শতাংশ। ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে তা ৩৪.৮ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে মৃত্যুহার ৫১.২ শতাংশ। তবে, মৃতদের ৭৮ শতাংশের হৃদযন্ত্র, ফুসফুস, শ্বাসযন্ত্রের সমস্যা ছিল।"

তিনি আরও বলেন, "দেশের বেশ কিছু রাজ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে। কিছু রাজ্যে অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। সেজন্য এই মুহূর্তে আমাদের সামাজিক দূরত্ব ও কনটেইনমেন্ট প্রক্রিয়াকে জীবনের অঙ্গ হিসেবে ধরে নিতে হবে।" 




মন্তব্য

মন্তব্য করুন